ফেস্টিভাল ফটোগ্রাফির উপর চতুর্থবারের মতো ‘আরাধনায় চিত্রপট সিজন-৪ ’ নামে প্রদর্শনী অনুষ্ঠিত হলো গত ২০ ও ২১ ডিসেম্বর থিয়েটার ইন্সটিটিউট প্রাঙ্গণে। পুজো পরিক্রমা আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকচিত্র শিল্পী শোয়েব ফারুকী, কে ইউ মাসুদ, জয় কে রয় চৌধুরী, ভাস্কর সামিনা ইয়াসমিন, প্রতিমাশিল্পী রতন পাল প্রমুখ। এ প্রতিযোগিতায় প্রায় ১৫০০ প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা ৪২টি ছবি প্রদর্শিত হয়। তার মধ্য সেরা ১০জনকে পুরস্কৃত করা হয়।
সংগঠনের সভাপতি শারদ চৌধুরী জানিয়েছেন, আগামীতে আরো বিস্তৃতভাবে এ অনুষ্ঠান আয়োজন করা হবে। খবর প্রেস বিজ্ঞপ্তির।












