ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীকে মারধর,পরে সমঝোতা

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হাজারী গলি ক্যাম্পাসে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের প্রান্ত বড়ুয়া নামে অপর এক শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা প্রান্ত বড়ুয়াকে অবরুদ্ধ করে রাখে। পরে তার বন্ধুরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ফ্যাকাল্টির চেয়ারম্যানসহ অন্যরা মিলে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করেন।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ তানভীর। সে ওই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। আর প্রান্ত বড়ুয়া একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং ছাত্র অধিকার পরিষদের নেতা বলে জানা গেছে। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ে সিনিয়রজুনিয়র দ্বন্দ্ব নিয়ে সামান্য উত্তেজনা দেখা দিয়েছিল। পরে পুলিশ ও শিক্ষকরা মিলে বিষয়টি সমাধান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় শীর্ষ ডাকাত আব্দুর রহিম গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার