ফেসবুক লাইভে কষ্টের কথা জানিয়ে যুবকের আত্মহত্যা

রাউজান প্রতিনিধি | বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

ফেইসবুক লাইভ করে পারিবারিক কলহে কষ্টের কথা জানিয়ে প্রকাশ দে (৩৫) নামে রাউজানের এক পাঠাও চালক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম নগরীর ইপিজেড মাইলের মাথায় ভাড়াবাসায় তিনি আত্মহত্যা করেন। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বাড়িতে এনে তার মরদেহ দাহ করা হয়। আত্মহত্যার আগে তিনি ফেসবুক লাইভে বলেন ‘কতটুকু দুঃখ পেলে একটা মানুষ জীবন দিতে পারে, পৃথিবী থেকে চলে যেতে পারে। এটা কি আপনারা বুঝেন না?’ তিনি আরও বলেন, ‘সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই আমায় ক্ষমা করে দিও, সবার কাছে আমার অনুরোধ আমার মাকে দেখিয়েন।’ নিহত প্রকাশ দে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের মৃত রাখাল দে’র ছেলে। নিহতের স্ত্রী উর্মি দাশ বলেন, সামন্য বিষয়ে কথাকাটাকাটি হয়েছে। বিষয়টি আত্মহত্যা করার মতো নয়। ঘটনার সময় তিনি পোশাক তৈরির কারখানায় কর্মব্যস্ততায় ছিলেন। নিহত প্রকাশ দে ৫ বছর বয়সী কন্যা সন্তানের জনক। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জেনেছি। ওই যুবক চট্টগ্রাম নগরীতে বাসাভাড়ায় থাকতো, পাঠাও চালাতো।

পূর্ববর্তী নিবন্ধএই সার্চ কমিটি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন সম্ভব না
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে নব নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ