ফেসবুক পেজে অশ্লীলতা প্রমোট, চবিতে মানববন্ধন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

ক্রাশ অ্যান্ড কনফেশান’ পেজের নামে অনলাইনে নারী শিক্ষার্থীদের বিনা অনুমতিতে ছবি তুলে প্রকাশ এবং বুলিংয়ের অভিযোগ তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এমন ঘটনার বিচার চেয়ে চবির বুদ্ধিজীবী চত্বরে বিআরএফ ইয়ুথ ক্লাবের ব্যানারে মানববন্ধন করেছেন তারা।

শিক্ষার্থীদের দাবি, অনুমতি ছাড়া শিক্ষার্থীদের ছবি তুলে তা পোস্ট করা হচ্ছে এসব ফেসবুক পেজে। এছাড়া ছবির সঙ্গে বিভিন্ন রসাত্মক কথাবার্তা জুড়ে দেওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন অনেকে। সংগঠনটির চবি শাখার সভাপতি অন্তর সফিউল্লাহ বলেন, বিনা অনুমতিতে কারো ব্যক্তিগত ছবি তোলা গোপনীয়তার অধিকার লঙ্ঘন এবং আইনত অপরাধ। ব্যক্তির মনের অভিব্যক্তি প্রকাশ করার স্বাধীনতা আছে। তবে অন্যের স্বাধীনতা হরণ করে ব্যক্তিগত বিষয়ে প্রবেশ করে, তা নিয়ে তামাশা করার অধিকার নেই। এসব ফেসবুক পেজে আমাদের মেয়েদের বুলিং করার পাশাপাশি অশ্লীলতা প্রমোট করা হচ্ছে।

চবি সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নওশিন নাওয়াল ফাতিমা বলেন, ক্রাশ অ্যান্ড কনফেশান পেজগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিজম করার উন্মুক্ত প্ল্যাটফর্ম। এই কাজ যে করে এবং যে সহায়তা করে উভয়ই সমান অপরাধী। ক্যাম্পাসে এবং শাটল ট্রেনে কিছু শ্রেণির মানুষ প্রায়ই এই দৃষ্টিকটু কাজটি করে বেড়ায়। কাউকে পছন্দ হলে সেটা জানানোর স্বাধীনতা আছে। কিন্তু নিজের পরিচয় গোপন করে অন্যের যেমনতেমন ছবি তুলে, এভাবে হয়রানি করার অধিকার কারো নেই। সচেতন ব্যক্তিরা এসব করতে মানা করেন। তবে কিছু জাহেল ভিকটিমকে মেনশন দিয়ে রকমারি রসাত্মক কমেন্ট করে। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, এই পেজগুলো ব্যক্তি স্বাধীনতা হরণ করছে। গ্রামীণ জনপদ থেকে উঠে আসা মেয়েদের নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনবীন মেলার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৭ ডিসেম্বর শুরু
পরবর্তী নিবন্ধসাজিনাজ হাসপাতালে বিশেষায়িত ব্লাড ব্যাংকের উদ্বোধন