হাটহাজারীর কে সি শহীদ জিয়াউর রহমান কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারী) দুপুরের দিকে প্রতিষ্ঠান মিলনায়তনে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবদুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাজনীতিবিদ ব্যারিস্টার শাকিলা ফারজানা।
উক্ত অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা সাবেক হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের সহধর্মিণী ফরিদা ওয়াহিদ। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মেজবাহুল আলম, বিশেষ অতিথি ছিলেন জি বি সদস্য ফারুক আহমদ চৌধুরী, কলেজের সাবেক অধ্যক্ষ জাকির হোসেন, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিলাদ্রী কুমার দে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন জিবির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ আবদুল বারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফারুক আহমদ সিদ্দিকী, রিফাত পাশা, মঞ্জুরুল কিবরিয়া, তানজিমা আকতার, প্রধান শিক্ষক সুনিল কান্তি দে। নজরুল ইসলাম, মাওলানা সৈয়দ নূরুল আলম, মোহাম্মদ কিবরিয়া, হাটহাজারী প্রেস ক্লাব এর দপ্তর সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দীন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফেসবুক একটি মানসিক রোগে পরিণত হয়েছে। যার নেশায় পড়ে অনেক ভালো শিক্ষার্থী লেখা পড়ায় খারাপ করছে। আর শিক্ষার্থীদের বক্তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন। নৈতিক শিক্ষার অভাবে অনেক শিক্ষার্থীরা তাদের গুরুজনদের সাথে খারাপ আচরণ করেন। যা খুবই দুঃখজনক।
সবশেষে আমন্ত্রিত অতিথিরা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করা বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।
অধ্যাপক সৈয়দ শাহজাহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ আবদুল ওয়াহেদ।