যথারীতি ফেসবুকে ভাইরাল “দুজন হেরে যাই” গানটি। এতে কন্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পি আজাদ রাহী এবং পারশা। গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন এই সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক আভরাল সাহির। যার সংগীত এবং প্রায় গান ভাইরাল যার মাঝে অন্যতম “অন্ধকার, কিছু ভুল, বুক চিনচিন” আরো অনেক।
দুজন হেরে যাই গানটি প্রায় ৭০ লাখেরও বেশি ফেসবুকে গানটি শুনেছেন। গানটি মূলত ছিলো “তাহসান খান এবং তানজিন তিশা” অভিনীত নাটক লাইট ক্যামেরা একশন এর যে নাটকটি পরিচালনা করেছিলেন রিফাত মজুমদার রিংকু৷
এই গানটির ভাইরাল হওয়ার পর প্রকাশিত হয় “আজাদ রাহী এবং পারশার” নতুন গান অন্ধ বিশ্বাস। গানটির কথা আজাদ রাহী নিজেই লিখেছেন এবং সুর ও সংগীত করেছেন আভরাল সাহির। সামনে নতুন বছরে আরো ভালো ভালো কাজ নিয়ে হাজির হবেন জানালেন আজাদ রাহী।