ফেসবুকে বিরক্তিকর অ্যাপ তামাশা বন্ধ করা হোক

| শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৪:৩২ পূর্বাহ্ণ

বর্তমান বিশ্বে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। স্ট্যাটিস্টা নামক একটি পরিসংখ্যান বিষয়ক প্রতিষ্ঠানের পরিসংখ্যান থেকে উঠে এসেছে, ‘প্রায় ২৯১ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী নিয়ে বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজত্ব করছে ফেসবুক। বাংলাদেশে বর্তমানে ৪.৮ কোটি ফেসবুক ব্যবহারকারী আছে’। অর্থাৎ বলা যায়, প্রতি ৩ জন ব্যক্তির মধ্যে একজন ফেসবুক চালায়। এ সংখ্যাটি ক্রমেই বাড়ছে। যেখানে মানুষজনের বেশি আনাগোনা সেখানেই প্রতারণা বা ব্যবসার ধান্দা খোঁজে কুচক্রীমহল। ইদানীংকালে ফেসবুক অন করলেই কোনো না কোনো বিরক্তিকর অ্যাপ সামনে এসে হাজির! কোনো ভাবেই যদি একটু আঙ্গুলের টাচ লাগে তাহলেই বিরক্তিকর অ্যাপটি ইনস্টল হয়ে গেল কিংবা অযাচিত ভিডিও-ভিডিও গেমটি দেখার ইচ্ছা না থাকলেও, না দেখে ব্যাক করার উপায় নেই! বার বার ব্যাক বাটনে প্রেস করলেও ব্যাক হতে চায় না। এমন বিরক্তিকর অ্যাপ, ভিডিও গেম বা ভিডিও’র হাত থেকে ফেসবুক ব্যবহারকারীদের পরিত্রাণের ব্যবস্থা নিন।
মো. রায়হান আলী
আইনজীবী
জজ কোর্ট, খুলনা।

পূর্ববর্তী নিবন্ধঅতুলপ্রসাদ সেন : কবি ও গীতিকার
পরবর্তী নিবন্ধলাঠির এক আঘাতেই ট্রলার মাঝির মৃত্যু