ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, চকরিয়ায় যুবক গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:২৭ পূর্বাহ্ণ

টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, লাশ গুম, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক উস্কানি দেওয়াসহ নানা অভিযোগে চকরিয়ায় মো. নূর আলম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা রুজু করেন। গতকাল সোমবার রাতে থানায় মামলাটি রুজু করা হয়। এর আগে গতকাল বিকেলে ওই যুবককে নিজ গ্রাম উপজেলার খুটাখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম গর্জনতলীর বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে।
থানায় রুজুকৃত মামলার এজাহারে জানানো হয়, গত ২২ এপ্রিল মো. নূর আলম তার ‘মোহাম্মদ আলম নূর’ ও ফেসবুক পেজ ‘টিম উইথ এআর কঙ মিডিয়াতে’ একটি ভিডিও আপলোড করেন। যেখানে এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে করেন বলছিলেন, ‘হযরত মাওলানা শেখ হাসিনা আপনাকে যখন মারা হবে, তখন লাশটাও খুঁজে পাওয়া যাবে না, খোদার কসম।’
এজাহারে বলা হয়, ওই যুবক তার ফেসবুক পেজ হতে গত ৭ ফেব্রুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৮টি লিংক ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ধর্মীয় উস্কানিমূলক ভিডিও আপলোড করেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন।
মামলার বাদী চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সৃজন দে বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও লাশ গুম করাসহ ওই যুবকের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই মামলাটি রুজু করেছি।’
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘ওই যুবকের বানানো টিকটক ভিডিওসহ বিভিন্ন ফেসবুক পোস্ট রাষ্ট্রের নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আগামীকাল (আজ মঙ্গলবার) আদালতে উপস্থাপন করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধরাউজানে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত