ফেসবুকে নতুন পেজ খুললেন আসিফ মাহমুদ

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

নিজের ভেরিফায়েড অফিসিয়াল পেজটি রিমুভ হওয়ার পর নির্বাচনী প্রচারণা চালাতে ‘Asif for Dhaka 10’ নামে নতুন একটি ফেসবুক পেজ খুলেছেন সাবেক উপদেষ্টা ও ঢাকা১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল শুক্রবার রাতে আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন এই পেজের কথা জানান। খবর বাংলানিউজের।

আসিফ মাহমুদ এক পোস্টে লেখেন, আমার পেজটি রিমুভ করে দেওয়ায় এখন থেকে নির্বাচনী কার্যক্রমের আপডেট এই পেজে দেওয়া হবে। Asif for Dhaka 10 (জুলাইয়ের চেতনা বুকে নিয়ে, আগামীর ঢাকা১০ গড়ার প্রত্যয়ে।)

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়ায় বড়দিনে আইএসের আস্তানায় যুক্তরাষ্ট্রের হামলা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে নিষিদ্ধ মহানগর ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার