২০২২ সালের এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল গতকাল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, এতে ফল পরিবর্তন হয়েছে মোট ১৮২ জন শিক্ষার্থীর। ফেল থেকে পাস করেছে ৪৫ জন। নতুন করে জিপিএ–৫ পেয়েছে আরো ২৪ জন পরীক্ষার্থী।
গত ২৮ নভেম্বর প্রকাশিত ফলাফলে এসব শিক্ষার্থীর ফল ভুল আসে। পুনঃনিরীক্ষণের পর গতকাল এদের সংশোধিত ফলাফল প্রকাশ করা হলো। পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীরা আগামীকাল সোমবার একাদশে ভর্তিতে নতুন করে আবেদন করতে পারবে।
২০২১ সালের এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন হয় ২১২ শিক্ষার্থীর। ফেল থেকে পাস করে ৩৩ জন। নতুন করে জিপিএ–৫ পায় ১০ পরীক্ষার্থী। এছাড়া ১ জন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ–৫ পেয়েছিল গতবার।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ১৪ হাজার ৫২৫ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণে আবেদন করে। উত্তরপত্র পুনঃনিরীক্ষণ শেষে গতকাল ফলাফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড। ফল পরিবর্তনের পর জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরো ২৪ জন বেড়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে। প্রথম দফায় প্রকাশিত ফলে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ হাজার ৬৬৪ জন। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এ সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৮ জনে।