ফের স্থগিত চাম্বল ইউপি নির্বাচন, প্রতিবাদে মানববন্ধন

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ জুলাই, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

আবারও স্থগিত করা হয়েছে বাঁশখালীতে চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনটি আজ হওয়ার কথা থাকলেও গত মঙ্গলবার হাইকোর্টের এক আদেশে নির্বাচনটি পুনরায় স্থগিত করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়। এদিকে চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন বার বার স্থগিত হওয়ায় ক্ষোভ জানিয়ে গত মঙ্গলবার উপজেলা সদরে মানববন্ধন করেছে প্রার্থীরা ও সাধারণ জনগণ। নির্বাচন বারবার স্থগিত করার কারণে তারা উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য প্রার্থী জাফর ইকবাল, এস.এম আব্দুর রশিদ, হিরা মনি, আবুল বশর চৌধুরী মানিক, ফেরদৌস আলম লিটন প্রমুখ।
উল্লেখ্য, বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো গত ১৫জুন। কিন্তু গত ২৯ মে চাস্বলের বাংলা বাজার এলাকায় এক পথ সভায় বর্তমান চেয়ারম্যানের ইভিএম নিয়ে এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তখন তা নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। মামলার ফলে চাম্বল ইউপির নির্বাচন স্থগিত হয়। এরপর ঘোষণা দেওয়া হয় ১৪ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এবার সেটিও স্থগিত করায় প্রার্থীরা হতাশ হয়ে পড়েন।

পূর্ববর্তী নিবন্ধবাদশার টেক পার হতেই যত ভয় আতঙ্ক
পরবর্তী নিবন্ধবিদেশিদের কাছে দৌড়ঝাঁপ না করে জনগণের কাছে যান