ফের মূল্যস্ফীতি বেড়ে দুই অঙ্কের ঘরে, অক্টোবরে ১০.৮৭%

| শুক্রবার , ৮ নভেম্বর, ২০২৪ at ৭:২৭ পূর্বাহ্ণ

আন্দোলন, সংঘাত, বন্যা ও ক্ষমতার পালাবদলে সৃষ্ট অস্থিরতার ধাক্কা কাটিয়ে জুলাইআগস্টের পর সেপ্টেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি দুই অঙ্কের নিচে নেমে এলেও আবার তা বেড়ে দুই অঙ্কের ঘরে পৌঁছেছে।

পয়েন্টটুপয়েন্ট ভিত্তিতে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতির হার ১০ দশমিক ৮৭ শতাংশে দাঁড়িয়েছে, যা চলতি অর্থবছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। অর্থাৎ, ২০২৩ সালের অক্টোবরে যে পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা এ বছরের অক্টোবরে কিনতে ব্যয় করতে হয়েছে ১১০ টাকা ৮৭ পয়সা। খবর বিডিনিউজের।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সবশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করে। নানা কারণে বাড়তে থাকা মূল্যস্ফীতি চলতি অর্থবছরের জুলাইয়ে গিয়ে ১১ দশমিক ৬৬ শতাংশে ঠেকে, যা অগাস্টে ১০ দশমিক ৪৯ শতাংশে নেমেছিল। সেপ্টেম্বরে তা আরও কিছুটা কমে ৯ দশমিক ৯২ শতাংশে দাঁড়ায়। অর্থাৎ এক মাসের ব্যবধানে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে ২ দশমিক ০৭ শতাংশ পয়েন্ট।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদী থেকে আটক ২০ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির অর্থ বিতরণ