উত্তর কোরিয়া ফের আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের কোস্টগার্ড। তারা জানায়, শুক্রবার দেশটির পূর্ব উপকূলীয় সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। চলতি বছর উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর আগে আর কোনো বছর এতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেনি তারা। তাদের এ পরীক্ষাকে নজিরবিহীন বলছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে রোববার দেশটি পূর্ব উপকূলীয় সাগরে দুটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তাদের গোয়েন্দা উপগ্রহ কর্মসূচীর জন্য এ উৎক্ষেপণ ‘গুরুত্বপূর্ণ’ বলে তখন উল্লেখ করেছিল তারা। আগামী এপ্রিলের মধ্যে তাদের এ কর্মসূচী সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাটি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ এবং জাপানের কোস্টগার্ড, উভয়েই জানিয়েছে।











