ফের বাড়ল জ্বালানি তেলের দাম, ৭ বছরে সর্বোচ্চ

| বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি বেড়ে হয়েছিল ১০০ ডলার। এক সপ্তাহের মধ্যে আরও ১৩ ডলার বাড়ল। গতকাল বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন ব্যারেলপ্রতি বেড়ে হয়েছে ১১৩ ডলার। গত সাত বছরের মধ্যে এটিই সর্বোচ্চ। প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নানামুখী উদ্যোগ নেওয়ার পরও বিশ্ববাজারে দাম বাড়ছেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ আরও ৩০টি দেশের সংগঠন ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাজেন্সি তাদের জরুরি মজুত থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছেড়েছে। কিন্তু এরপরও দাম বেড়েই চলেছে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে নেটোর নো ফ্লাই জোন নাকচ ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর
পরবর্তী নিবন্ধরাশিয়া ১০০ কিলোটনের পরমাণু বোমা ফাটালে যা হতে পারে