ভারতের পশ্চিমবঙ্গে আটক বাংলাদেশের আলোচিত ব্যবসায়ী প্রশান্ত কুমার (পিকে) হালদারের এখনো জেরা শেষ হয়নি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। সম্পূর্ণ তথ্য পেতে আরও সময় লাগবে। ফলে আবার জেল হেফাজতে থাকতে চলেছেন তিনি। গতকাল সোমবার ইডি সূত্রে এমনই তথ্য পাওয়া গেছে। খবর বাংলানিউজের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা ২৫ দিন ধরে চলতে থাকা জেরাতেও পিকে হালদার ও তার সহযোগিদের কাছ থেকে এখনো সম্পূর্ণ তথ্য পায়নি ভারতের অর্থনীতি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী-ইডি। ফলে ইডি আজ মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে ফের ১৪ দিনের জেল হেফাজত ও জেরার জন্য আবেদন করবে ইডি। তবে বিচারক কী আদেশ দেন সেই অপেক্ষা আছেন সবাই।












