ফের চেন্নাই অধিনায়ক ধোনি

সরে দাঁড়ালেন জাদেজা

| রবিবার , ১ মে, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। কিন্তু এবার নেতৃত্বের পরিবর্তনে যেন পথ হারিয়ে ফেলেছে দলটি। নেতা কিংবা ক্রিকেটার হিসেবে কোনো কিছুই যেন ঠিক হচ্ছে না রবীন্দ্র জাদেজার। তাই নেতৃত্ব থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন এই অলরাউন্ডার। তার অনুরোধে আবারও দলের অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার চেন্নাই জানিয়েছে, নিজের খেলায় মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন জাদেজা। ‘নিজের খেলায় মনোনিবেশ করতে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং এমএস ধোনিকে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছেন।’ ‘বৃহত্তর স্বার্থে চেন্নাইকে নেতৃত্ব দিতে রাজি হয়েছেন এমএস ধোনি এবং জাদেজাকে তার খেলায় মনোযোগ দিতে সুযোগ করে দিয়েছেন।’এবারের আইপিএল শুরুর আগে চেন্নাইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। পরে জাদেজার কাঁধে তুলে দেওয়া হয় আইপিএলের দ্বিতীয় সফলতম দলটির দায়িত্ব।

পূর্ববর্তী নিবন্ধশোভনীয়া ক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধলিগ টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী