ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

| শনিবার , ১০ মে, ২০২৫ at ১২:০৩ অপরাহ্ণ

পারমাণবিক হামলার পাল্টা জবাব দিতে ফের প্রস্তুতিমূলক সামরিক মহড়া অনুশীলন করেছে উত্তর কোরিয়া। মূলত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে দেখানোর জন্যই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে এই মহড়া চালিয়েছে পিয়ংইয়ং। সেসময় উপস্থিত ছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন।

সিউলের সরকারি বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ এই তথ্য জানিয়েছে। খবর বাসসের। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি, উত্তর কোরিয়া কিছু স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। যেগুলো রাশিয়ায় রপ্তানির জন্য তৈরি হতে পারে বলেও ধারণা তাদের।

সিউল থেকে এএফপি এ খবর জানায়। তবে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কেসিএনএ’ জানায়, মহড়ায় বড় রকেট ও একটি ছোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। সংস্থাটি আরো জানায়, মহড়ার মাধ্যমে প্রমাণ হয়েছে, উত্তর কোরিয়া যেকোনো সময় পারমাণবিক হামলার জবাব দিতে প্রস্তুত।

পূর্ববর্তী নিবন্ধপূর্ণিমার রায়ে ১৫ লাখ টাকা জেতার সুযোগ!
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬