ফের কোটি ক্লাবে অপূর্ব-মেহজাবীন

| শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৭:১১ পূর্বাহ্ণ

হতাশার ২০২০ সাল পেরিয়ে নতুন বছরের শুরুতেই আশার আলো দেখালো নাটক ‘ক্যান্ডি ক্রাশ’। সিএমভি প্রযোজিত এই নাটকটির দৌলতে নেটিজেনদের কাছ থেকে শুরু থেকে এখনও তুমুল প্রশংসা কুড়াচ্ছেন অপূর্ব-মেহজাবীন। সেই ফাঁকে এই জুটির ক্যারিয়ারে যুক্ত হলো নতুন সোনালী পালক। ইউটিউবে দ্রুততম কোটি ভিউয়ের ক্লাবে আবারও হানা দিলেন তারা। ‘ক্যান্ডি ক্রাশ’ নাটকটি প্রকাশের মাত্র ৯৫ দিনের মাথায় অতিক্রম করলো কোটি ভিউয়ের ঘর। যা তালিকা হিসেবে বাংলাদেশের দ্রুততম কোটি ভিউ হওয়া ৬ষ্ঠ নাটক। ৩ জানুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটক ‘ক্যান্ডি ক্রাশ’। এটি কোটি ভিউ অতিক্রম করে গত ৮ এপ্রিল। এমন সফলতা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘বছরটা খুব ভালো একটি কাজ দিয়ে শুরু করেছি। তিন মাসের মাথায় তার ফলও পেলাম। শুরু থেকেই নাটকটি থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। দর্শকরা নাটকটি খুবই পছন্দ করেছেন এবং ব্যক্তিগতভাবে এই নাটকটি আমারও খুব পছন্দের। নির্মাতা মহিদুল মহিম, আমার কো-আর্টিস্ট মেহজাবীন দারুণ সমর্থন দিয়েছেন এতে। নাটকটি এখনও যদি কেউ না দেখেন, দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’ এদিকে নির্মাতা মহিম মনে করেন, কোনও ভালো কাজ এককভাবে সম্ভব নয়। এই নাটকটিও যৌথ প্রচেষ্টার ফসল।

পূর্ববর্তী নিবন্ধফিনাইল খেয়ে অভিনেত্রীর আত্মহত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধমোশাররফ করিম-পায়েলের এইম ইন লাইফ