ফের একসঙ্গে ‘দেওরা’ জুটি

| সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

গেল বছর কোক স্টুডিও হয়ে একসঙ্গে গান করেছিলেন এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী প্রীতম হাসান ও ইসলাম উদ্দিন পালাকার। তাদের গাওয়া ‘দেওরা’ গান দেশবিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। শুধুমাত্র কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলেই ভিউ হয়েছে প্রায় ৬০ মিলিয়ন! বিশ্বজুড়ে ৬ কোটি শ্রোতাদর্শকের মন মাতানো গান দিয়ে ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রীতম হাসান ও ইসলাম উদ্দিন পালাকার জুটি। প্রীতমের সংগীতায়োজনে জনপ্রিয় ফোকগানে কণ্ঠ দিয়েছেন কিশোরগঞ্জের পালাকার ইসলাম উদ্দিন। সেই জুটি আবারো আসছে নতুন গান নিয়ে। দু’টি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে তাদেরএমনটাই জানা গেছে। ইসলাম উদ্দিন পালাকার বলেন, প্রীতম ভাই আমার কাছে গান চেয়েছেন। আমি চারটি গান তাকে দিয়েছি। সেখান থেকে দু’টি হয়তো প্রকাশ হবে। তবে গানগুলো কবে প্রকাশ হবে তা জানি না। তিনি আরও বলেন, প্রীতম হাসান একজন আন্তরিক মানুষ। তার সঙ্গে ‘দেওরা’ করে আমি যে ভালোবাসা পেয়েছি, তা বলার মতো না। উনি চাইলে আমি সব সময় উনার সঙ্গে গান করবো। নতুন গান সবার ভালো লাগবে বলেই আমাদের প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধ‘নীলচক্র’র শুটিং ১৫ জানুয়ারি
পরবর্তী নিবন্ধ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে