উপাচার্য ও উপ–উপাচার্যের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি দিয়ে আবারও লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। আন্দোলনের অংশ হিসাবে আজ রবিবার থেকে টানা তিনদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি করবে শিক্ষক সমিতি। গত ৯ জানুয়ারি শিক্ষক সমিতির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল শনিবার শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করা হয়। দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণ ও ঘোষণার জন্য শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করার সিদ্ধান্তও হয়েছে সভায়।
এর আগে গত ১০ জানুয়ারি শিক্ষক সমিতির তিন কার্যনির্বাহী সদস্য শিক্ষক সমিতির এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তাদের দাবি, এ ধরনের কর্মসূচির বিষয়ে গত কয়েক মাস আগে সমিতি কর্তৃক আহুত সাধারণ সভার সিদ্ধান্তকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে এবং সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় আলোচনা না করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করে হীন কিছু ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের কর্মসূচি পালিত হয়ে আসছে। গতকাল দেওয়া শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালিত ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শিক্ষক সমিতি লিখিত ও মৌখিকভাবে উপাচার্য এবং উপ–উপাচার্যকে বিভিন্ন দাবি জানিয়ে আসছিলো।