ফের অভিনয়ে দেবশ্রী!

| শুক্রবার , ৩০ এপ্রিল, ২০২১ at ৭:৫৩ পূর্বাহ্ণ

টলিউডের আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। কাজ করেছেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও চিরঞ্জিত চট্টোপাধ্যায়ের মতো সুপারহিট নায়কদের বিপরীতে। কিন্তু রাজনীতিতে নাম লিখিয়ে গত প্রায় ১০ বছর অভিনয়ের বাইরে এই অভিনেত্রী। তবে সেই রাজনীতিকে বিদায় জানিয়ে খুব শিগগির আবারও অভিনয়ে ফিরতে চলেছেন পশ্চিমবঙ্গের রায়দিঘি কেন্দ্রের সাবেক তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। সমপ্রতি কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। দেবশ্রী বলেন, প্রায় ১০ বছর অভিনয় থেকে দূরে আছি। নিজের ইচ্ছাতেই অভিনয় ছেড়ে ভিন্ন ধারার কাজে যুক্ত হয়েছিলাম। তবে এখন মনে হচ্ছে সিদ্ধান্তটা সঠিক নেয়া হয়নি। কারণ রাজনীতিটা আমার জন্য নয়। ক্যামেরা আমার বন্ধু। তাই অভিনয়টাই আমার জন্য একেবারে উপযুক্ত ক্ষেত্র। জানা গেছে, স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজ এন্টারপ্রাইজের অধীনে একটি টিভি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন দেবশ্রী। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যেকোনো ধারাবাহিক বা ছবির মূল রসদ হলো চিত্রনাট্য। এই ধারাবাহিকের চিত্রনাট্য আমার খুব পছন্দ হয়েছে। তথাকথিত চলতি ধারাবাহিকের থেকে একেবারেই ভিন্ন স্বাদের গল্প। এখানে আমার চরিত্রটিরও বেশ গুরুত্ব আছে।

পূর্ববর্তী নিবন্ধবউ ছিনতাই
পরবর্তী নিবন্ধঅপূর্বর আরেকটি মাইলফলক