চট্টগ্রাম–সন্দ্বীপ নৌ–রুটে ফেরি সার্ভিস চালু করার লক্ষ্যে সন্দ্বীপ উপজেলার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নৌ যাতায়াত ব্যবস্থা কীভাবে আরো সহজ ও নিরাপদ করা যায় সেই বিষয়ে মতামত ব্যক্ত করেন যাত্রীরা। গতকাল শনিবার বিকালে সন্দ্বীপ উপজেলা পরিষদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা, বিআইডব্লিউটিসির পরিচালক ও যুগ্ম সচিব রাশেদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ, ভাইস চেয়ারম্যান মাইনউদ্দিন মিশন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।
এ সময় সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, শুধুমাত্র সম্ভাব্যতা যাচাই করে গেলে হবে না, সন্দ্বীপে বিআইডব্লিউটিসির ফেরি সার্ভিস চালুর জন্য চাই আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ। সন্দ্বীপে জাতীয় গ্রিডের বিদ্যুৎ আছে, উন্নতমানের রাস্তাঘাট আছে, ফেরি সার্ভিস তো অসম্ভব কিছু না। এটি হলেই সন্দ্বীপের মানুষের দীর্ঘ দিনের দুঃখ–দুর্দশা লাঘব হবে। বিআইডব্লিউটিসির পরিচালক ও যুগ্ম সচিব রাশেদুল ইসলাম বলেন, আমদের টিম সন্দ্বীপের বিভিন্ন স্পট পরিদর্শন করেছে, কারিগরী পর্যায়ে আরো সম্ভাব্যতা যাচাই হবে। হয়তো সন্দ্বীপে অচিরেই ফেরি সার্ভিস চালুর কাজ শুরু হবে। শুধু নীতিগত অনুমোদনের অপেক্ষার পালা।
আলোচনায় আরো অংশ নেন ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম পনির, মো. জসিম উদ্দীন, আলীমুর রাজী টিটু, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ, সেক্রেটারি মিজানুর রহমান, বাংলাদেশ সাংবাদিক পরিষদের (বিএসপি) সভাপতি ইলিয়াস কামাল বাবু, সাংবাদিক খাদেমুল ইসলাম প্রমুখ।
এর আগে সকালে ডোমখালী–মিরসরাই ও গাছুয়া–সীতাকুণ্ড ঘাটের সন্দ্বীপের অংশ সরেজমিনে ঘুরে দেখেন বিআইডব্লিওটিসি ও সন্দ্বীপ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।












