ফেরি থেকে নদীতে পড়ে গেলেন গৃহবধূ

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৫:০০ পূর্বাহ্ণ

বাপের বাড়ি হাটহাজারী থেকে শ্বশুরবাড়ি বোয়ালখালী যাচ্ছিলেন ফারজানা আক্তার সুমি (২০)। কালুরঘাটের পশ্চিম পাড় থেকে উঠার পর ফেরিটি নদীর মাঝপথে গেলে হঠাৎ তার পুরনো মৃগী রোগ জেগে উঠে। ফেরির কিনারে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি ঝুপ করে পড়ে যান কর্ণফুলী নদীতে। এ অবস্থা দেখে ফেরির অন্য যাত্রীরা হতবিহ্বল হয়ে পড়েন। পরে যাত্রীবাহী একটি নৌকা এসে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, অচেতন অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তিনি সেরে উঠেছেন। দুই ঘণ্টা পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

গৃহবধূ ফারজানা আক্তার সুমি উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাটের মো. রবিউল হোসেনের স্ত্রী। পেশায় ব্যবসায়ী রবিউল বলেন, আমার স্ত্রীর মৃগী রোগ আছে। পানি আর আগুন দেখলে তার এই রোগটি জেগে উঠে।

পূর্ববর্তী নিবন্ধদেশের রিজার্ভ এখন ২০.১৮ বিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধপ্রার্থিতা বাতিলের বিরুদ্ধে বাঁশখালীর মোস্তাফিজের রিট খারিজ