ফেরিঘাটের দুই প্রান্তে বসল লাইফ জ্যাকেটের স্টক

মহেশখালী-কক্সবাজার নৌরুট

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

মহেশখালীকক্সবাজার নৌরুটে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবার উভয় পাড়ের ঘাটে লাইফ জ্যাকেটের দুটি আলাদা স্টেশন তৈরি করা হয়েছে। যাত্রীরা নিজ দায়িত্বে স্টেশন থেকে লাইফ জ্যাকেট পরে নদী পারাপার করে পরবর্তী স্টপেজে রেখে দিবেন।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ বলেন, ইতিপূর্বে সরকারি ও বেসরকারিভাবে মহেশখালীকক্সবাজার ফেরিঘাটের সকল স্পিডবোটসহ সব নৌযানে লাইফ জ্যাকেট, বয়া, সোলার বাতি, টর্চলাইট সহ বিভিন্ন প্রকার জীবন রক্ষাকারী সামগ্রী দেওয়া হয়েছিল। কিন্তু নৌযানের চালকরা সেগুলো যত্ন সহকারে না রাখার ফলে যাত্রী সাধারণরা তা ব্যবহার করতে পারেনি। তাই এবার ভিন্ন কৌশল অবলম্বন করে উভয় পাড়ের স্টেশনে লাইফ জ্যাকেট রাখার স্টেশন গড়ে তোলা হয়েছে। যাত্রীরা এপার থেকে উঠার সময় নিজ দায়িত্বে জ্যাকেট পরে ওপারে গিয়ে তা স্টেশনে রেখে দিবেন। তিনি যাত্রী সাধারণকে নিজেদের জীবন রক্ষার্থে অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের নতুন ডিসি আবদুল মান্নান
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম