পাহাড়তলী স্টেশনে মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) একজনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি এর আগে মীরসরাইয়ের বড়তাকিয়া স্টেশনে পর্যটনবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসের ১১ যাত্রীর মৃত্যু হয়। একই দিন বিকাল ৫টা ৩৫ মিনিটে পাহাড়তলী স্টেশনে সে মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত এ ব্যক্তি। সহকারী পরিবহন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মহানগর প্রভাতী সকাল ৮টায় ১৫ মিনিট বিলম্বে (ইঞ্জিন নম্বর ৩০২৩) ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে আসে। দুপুর ২টায় চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর কথা ছিল ট্রেনটির। দুপুর ১টা ৩৫ মিনিটে মীরসরাইয়ের বড়তাকিয়া রেলওয়ে স্টেশন রোডে খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার পথে পর্যটকবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়।
এই দুর্ঘটনার পর ট্রেনটি বিকেল ৫টা ৩৫ মিনিটে পাহাড়তলী রেল স্টেশনে যাওয়ার সময় অজ্ঞাত আরও এক ব্যক্তি সেই ট্রেনের নিচে কাটা পড়ে ৫ খন্ড হয়ে যায়। ৫ ফুট অন্তর ওই ব্যক্তির ছিন্নভিন্ন শরীরের অংশ রেললাইনে পড়ে থাকে। দুপুরে ১১ জন ও বিকেলে একজনকে মেরে ঘাতক মহানগর প্রভাতী ট্রেন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়।