ফেরদৌসের ‘ক্ষমা নেই’

| বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৫:১২ পূর্বাহ্ণ

মহান মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হতে যাচ্ছে আরেকটি সিনেমা। জেড এইচ মিন্টুর পরিচালনায় ‘ক্ষমা নেই’ নামের সিনেমাটিতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
সমপ্রতি সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ‘বৃহন্নলা’খ্যাত এই অভিনেতা। চলতি মাসেই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। খবর বাংলানিউজের।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, সিনেমাটির গল্পটি আমাকে স্পর্শ করেছে। যে কারো ভালো লাগবে। সব ঠিক থাকলে শিগগিরই এর শুটিং শুরু হবে। ‘ক্ষমা নেই’ নির্মিত হচ্ছে সরকারি অনুদানে। ২০২০-২১ অর্থবছরে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে এটি। পরিচালকের দায়িত্বের পাশাপাশি সিনেমাটির প্রযোজকও জেড এইচ মিন্টু।
সিনেমাটি ছাড়াও আফজাল হোসেনে ‘মানিকের লাল কাঁকড়া’, হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ সিনেমা রয়েছে ফেরদৌসের হাতে।
‘রাসেলের জন্য অপেক্ষা’ নামের সিনেমাটির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। সমপ্রতি ভারতের ভিসা পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রায় আড়াই বছর ধরে দেশটিতে তার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই তারকা।

পূর্ববর্তী নিবন্ধছবির প্রচারণায় শুভ গাইলেন র‌্যাপ সং
পরবর্তী নিবন্ধ১০০ কোটির ক্লাবে ‘সূর্যবংশী’