আগামীকাল ঈদ-উল-আজহা। এ উপলক্ষে পশুর বাজারে বেপারীরা দূর-দূরান্ত থেকে প্রচুর পশু নিয়ে আসলেও বিক্রি ছিল তুলনামূলকভাবে কম। তাই অবিক্রিত পশুগুলোকে আবার গাড়িতে তুলে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে তাদের। কুষ্টিয়া থেকে আসা বেপারীদের অবিক্রিত গরুগুলোকে ট্রাকে তুলে ফিরিয়ে নিয়ে যাওয়ার ছবিটি মইজ্জারটেক থেকে আজ মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যায় তুলেছেন অনুপম বড়ুয়া।