পটিয়ায় দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে যুবদল পটিয়া উপজেলা ও পৌরসভা শাখা। গত ১ নভেম্বর দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনামের নেতৃত্বে র্যালিটি মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল বাইপাস সড়ক থেকে শুরু করে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিপূর্ব এক সমাবেশ উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু ও পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, মোজাম্মেল হক, গাজী আবু তাহের, শাহজাহান চৌধুরী, শফিকুল ইসলাম, মইনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, আবু সালেহ, মো. সাইফুদ্দিন, আব্দুল মান্নান তালুকদার, জাহাঙ্গীর আলম, হামিদুর রহমান পিয়ারু, সোহেল, সিরাজ, ইকবাল সিকদার সুমন, সেকান্দর হোসেন নয়ন, সাইফুর রহমান, আব্দুল করিম, কাজী মো. আরিফ, আরিফুল রহমান তারেক, শহীদুল আনোয়ার লিটন, ইমরানুল হক বাহাদুর, মো. সোলাইমান, গাজী দুলাল, এরশাদ, জিয়াউর রহমান, মামুনুর রশিদ মামুন, আক্তারুজ্জামান বাবলু, এস এম রেজা রিপন।
প্রধান অতিথি বলেন, আগামী ফেব্রুয়ারী মাস হবে ধানের শীষের জয়ের মাস। এ জয়ের মাধ্যমে এ দেশে ফ্যাসিবাদের কবর রচিত হবে।
তিনি আরো বলেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।











