ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

| শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

জাতিসংঘের তরফে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে পুরোপুরি সমর্থন করার কথা বলেছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি বলেন, জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে পূর্ণ সমর্থন করছে। দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন লুইস। খবর বিডিনিউজের।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়বস্তু জানিয়ে বলা হয়েছে, জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন লুইস। ইউনূস ও লুইস বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং সংস্কার কর্মসূচি নিয়েও বিস্তৃত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনূস ও লুইসের বৈঠকে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল জাতীয় নির্বাচন। এ সময় আবাসিক সমন্বয়কারী ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের চলমান অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

একটি স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ কীভাবে সহায়তা করতে পারে সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এছাড়া সরকারের উচ্চাভিলাষী সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিতে জাতিসংঘের সহযোগিতা সমপ্রসারণের পথ নিয়েও তারা মতবিনিময় করেন।

বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের আগামী অধিবেশন এবং এ মাসের শেষ দিকে অনুষ্ঠেয় রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেন, যা ইতোমধ্যে রোহিঙ্গা আশ্রয় শিবিরে শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবাকে প্রভাবিত করছে। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তায় অর্থায়নের ঘাটতি মোকাবিলা এবং বাংলাদেশের উদ্যোগকে আরও শক্তিশালী করতে টেকসই আন্তর্জাতিক সংহতি ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস বাংলাদেশের সংস্কার ও উত্তরণ প্রক্রিয়ায় জাতিসংঘের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে সহায়তার প্রতিশ্রুতি দেন।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনীতির গণতন্ত্রায়ন করবে বিএনপি : খসরু
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা