আগামী ফেব্রুয়ারির নির্বাচন রুখে দেওয়ার শক্তি কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে, আর সেই নির্বাচন পাহারা দেবে এ দেশের জনগণ। গতকাল শনিবার দুপুরে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। খবর বিডিনিউজের।
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ওঠার বিষয়ে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন থেকে বলছে, পিআর না হলে নির্বাচন হতে দেবে না। আমি ঘোষণা দিচ্ছি, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। সেই শক্তি কারও নাই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা নানা বাহানা করছে।
জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর হাসান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।
১১ বছর পর নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত ২০১৪ সালের ২৫ অক্টোবর সবশেষ সম্মেলন হয় এবং সেই কমিটি ভেঙে ২০১৯ সালের ৬ আগস্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।