ফেব্রুয়ারি মাসটা কেবল
প্রভাতফেরির গান না,
বাংলা ভাষার মান বাঁচাতে
গুলির মুখে প্রাণ যাচাতে
সালাম বরকত…শফিউরের
রক্তঝরা কান্না।
ফেব্রুয়ারি মাসটা কেবল
শহীদ মিনার আঁকা না,
বীর শহীদদের শ্রদ্ধা করে
সামনে যাওয়ার শপথ ধরে
নিজ অধিকার পুষে থাকার
মুক্ত পথের বাঁক আনা।