ফেব্রুয়ারি মাসটা

অপু চৌধুরী | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:১৬ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারি মাসটা কেবল

প্রভাতফেরির গান না,

 

বাংলা ভাষার মান বাঁচাতে

গুলির মুখে প্রাণ যাচাতে

সালাম বরকতশফিউরের

রক্তঝরা কান্না।

 

ফেব্রুয়ারি মাসটা কেবল

শহীদ মিনার আঁকা না,

 

বীর শহীদদের শ্রদ্ধা করে

সামনে যাওয়ার শপথ ধরে

নিজ অধিকার পুষে থাকার

মুক্ত পথের বাঁক আনা।

পূর্ববর্তী নিবন্ধএকুশ আমার উদ্দীপনা
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারির একুশ