সীতাকুণ্ডে একটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বিশেষ চেকপোস্ট বসিয়ে ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের নূর আহমদের পুত্র মো. রুবেল (৩০) ও রাঙ্গামাটি জেলার কাপ্তাই মিথিংগাছড়ি গ্রামের মো. বাহার উদ্দিনের পুত্র মো. উসমান গনি (২৮)। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমে জানাান। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৭ আগস্ট র্যাব চট্টগ্রামের একটি দল চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এ সময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে প্রাইভেটকারটি তল্লাশী করে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে প্রাইভেটকারের পিছনের সীটের পা রাখার স্থান হতে ২টি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তার ভেতর থেকে ২৯১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ কুমিল্লা এবং ফেনী জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।