নগরীর সিটি গেট এলাকা থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। গতকাল চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. সালাউদ্দিন।
তিনি কুমিল্লার মুরাদনগরের মৃত ওয়াহেদ মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ নাছির দৈনিক আজাদীকে বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০১২ সালের ১০ জুন নগরীর পাহাড়তলী থানাধীন সিটি গেট এলাকা থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করলে পরের বছর অর্থাৎ ২০১৩ সালের ৪ এপ্রিল চার্জগঠন করে আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।