ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

গুড়িয়ে দেয়া হয় ১ কিলোমিটার জুড়ে পাইপ

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শনিবার ( ২২ মার্চ) দিনব্যাপী অভিযান পরিচালনা করে মীরসরাই উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা কালে মীরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে জরিমানা ও শ্যালো মেশিন নষ্ট এবং এক কিলোমিটার জুড়ে পাইপ গুড়িয়ে দেন।

উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, মীরসরাই উপজেলার ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উক্ত অভিযান পরিচালিত হয়। ফেনী নদীর অলিনগর ও লিচুতলা পয়েন্টে নদীর তীরঘেষে স্থাপিত শ্যালো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে তীরসংলগ্ন কৃষিজমি ভাঙনের শিকার হচ্ছে। অভিযানের সময় এই দুটি পয়েন্টে চারটি শ্যালো ড্রেজার বিকল করে দেওয়ার পাশাপাশি বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় এক কিলোমিটার সংযোগ পাইপ বিনষ্ট করে অভিযানকারী দল। তবে বালু উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। তিনি বলেন অভিযানকালে নদীর তীরবর্তী এলাকার মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করে। এসময় জনসাধারণকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় এবং এধরণের ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়। মীরসরাই উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায় চলতি মাসে ফেনী নদীতে এটি তাদের চতুর্থ অভিযান। পূর্ববর্তী তিনটি অভিযানে পাঁচটি শ্যালো ড্রেজার বিকল, দেড় হাজার ফিট পাইপ বিনষ্ট করার পাশাপাশি বালু উত্তোলনের কাজে জড়িত এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উল্লেখ্য যে, ফেনী নদীতে জেলা প্রশাসন থেকে ইজারাকৃত দুইটি বালুমহাল রয়েছে। এসব বালু মহালের নির্ধারিত স্থানের বাইরের স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মীরসরাই উপজেলা প্রশাসনের এইরূপ অভিযান চলমান থাকবে বলে জানান অভিযানকারী ম্যাজিস্ট্রেট। অভিযানে সহযোগিতা করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে বসতঘর
পরবর্তী নিবন্ধমহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ