ফেনী জেলা সমিতি চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ গত শনিবার সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহ–সভাপতি বেলায়েত হোসেন। সঞ্চালনায় ছিলেন জামাল উদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিলন, অ্যাডভোকেট আবদুল হক, কামরুল মোরশেদ তমাল, জিন্নাহ চৌধুরী, অ্যাডভোকেট জাফর হায়দার, জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আলাউদ্দিন আমির হোসেন, এবিএম সেলিম রেজা, আবু জাফর মোহাম্মদ সালেহ, আতিকুল রহমান প্রমুখ। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ফেনী জেলা সমিতির মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












