ফেনী কলেজে ই-লাইব্রেরি চাই

| শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ফেনীর সর্বোচ্চ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী ফেনী সরকারি কলেজ। ১৯১৮ সালে প্রথম কলেজটি নির্মাণের উদ্যোগ নেয়া হলেও সেটি পুরোদস্তুর বাস্তবায়িত হয় ১৯২২ সালে। বর্তমানে এই ঐতিহ্যবাহী কলেজে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার্স কোর্স পর্যন্ত চালু রয়েছে। অনার্স কোর্স রয়েছে ১৫টি বিষয়ে, ১০টি বিষয়ে মাস্টার্স প্রথম পর্ব (প্রিলিমিনারি) ও সাতটি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু রয়েছে এই প্রতিষ্ঠানে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৪ হাজার। এসসিতে গড় পাশের হার ছিল ৮২.৩১% উক্ত র‌্যাংকিংয়ে চট্টগ্রাম অঞ্চলের কলেজগুলোর মধ্যে ফেনী সরকারী কলেজ ৩য় স্থান অর্জন করে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং অনুসারে চট্টগ্রাম বিভাগে ২য় স্থানও লাভ করেছে। বই মানুষের প্রকৃত বন্ধু। সেক্ষেত্রে কলেজের একটি লাইব্রেরি দিয়ে বৃহৎ শিক্ষার্থীদের চাহিদা মিটানো সম্ভব হয় না। সেক্ষেত্রে আধুনিক যুগে ই-লাইব্রেরি সিস্টেম অনেক উপকারী। যেখানে শিক্ষার্থীরা বাসায় বসে বা দেশের যেকোনো প্রান্তে থেকেও ই-লাইব্রেরি সিস্টেমে বই পড়া সম্ভব। অন্যদিকে সরাসরি কলেজে গিয়ে বই পড়া অনেক সময় সাপেক্ষ এবং অনেক সময় বোরিংও লাগে। সেক্ষেত্রে অনেকে বই পড়ার আনন্দ হারিয়ে ফেলে। সেক্ষেত্রে ই-লাইব্রেরি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ই-লাইব্রেরিতে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো বই ডাউনলোড করে পড়তে পারতো। যেটা শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বই পড়ার আনন্দ বাড়িয়ে তুলতে পারে। তাই কতৃপক্ষের বিষয়টি নিয়ে পরিকল্পনা প্রয়োজন বলে মনে করি।
মাজহারুল ইসলাম শামীম
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সিস থম্পসন : রহস্যবাদী ইংরেজ কবি
পরবর্তী নিবন্ধপ্রকৃতি বাঁচলেই তো বাঁচবো আমরা