বাংলাদেশের বাণিজ্যনগরী হিসেবে পরিচিত চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি জেলা ফেনী। এ জেলার অন্তর্গত পরশুরাম উপজেলার উত্তর সীমান্তে আছে বাংলাদেশের ১১ তম স্থলবন্দর বিলোনিয়া স্থলবন্দর। এই স্থলবন্দর পরশুরাম থেকে ফুলগাজী হয়ে ফেনী জেলা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের একটি সংযোগ আছে। ১৯২৯ সালে আসাম বেঙ্গল রেল কোম্পানি ফেনী-বিলোনিয়া রেলপথটি নির্মাণ করে। ফেনীর সঙ্গে আসামের যোগাযোগ স্থাপনের জন্য রেলপথটি নির্মাণ করা হয়। সে সময় এই পথ দিয়ে দুই দেশের মধ্যে যাত্রীরা আসা-যাওয়া করত। দীর্ঘ ২৫ বছর পরিত্যক্ত থাকায় লাইনের অনেক স্থানে স্লিপার চুরি হয়ে গেছে। রেললাইনের ওপর দোকানপাট, ঘরবাড়ি ও নানা রকমের প্রতিষ্ঠান বসিয়েছে প্রভাবশালীরা। দখল হয়ে গেছে রেল বিভাগের রক্ষিত ৮টি স্টেশন ঘর, সরঞ্জামাদি ও বিভিন্ন সম্পত্তি। সাম্প্রতিক সময়ে যদিও ২০১৯ সালে পুনরায় রেলপথটি চালু করার জন্য সমীক্ষা হলেও উদ্যোগটি থেমে আছে। এই রেলপথ চালু হলে চট্টগ্রাম বন্দর ও বিলোনিয়া স্থলবন্দরে পণ্য পরিবহন অনেক সহজ হবে।
ওমর ফারুক পারভেজ
শিক্ষার্থী,
আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ
ফেনী।