ফেনীতে ৫০০ দরিদ্র মানুষ পেল আল মানাহিলের ত্রাণ

| সোমবার , ৭ জুন, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৫০০ জন দরিদ্রকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। গত ৫ জুন বেলা ১১টায় ফেনীর বালিগাঁও ইউনিয়নস্থ ধোনসাহাদ্দা হাই স্কুল চত্বরে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। সৌদি বাদশা কিং সালামান মানবিক সহায়তা ও রিলিফ সেন্টারের পক্ষে এসব ত্রাণ প্রদান করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠির জন্য সৌদি সরকার ও বাদশা সালমান মানবিক সহায়তা ও রিলিফ সেন্টারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল বিন জমির উদ্দিন, বালিগাঁও ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও ধোনসাহাদ্দা হাই স্কুলের সভাপতি ওবায়দুল হক, সমাজসেবক ধোনসাহাদ্দা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দলিলুর রহমান চৌধুরী, দাউদ আব্দুল্লাহ লিটন, বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান চোধুরী কায়েস প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিগণ ধোন সাহাদ্দা মাদ্রাসা পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে মৎস্য চাষীদের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবেসরকারি অর্ধশতাধিক কর্মচারীর মানবেতর জীবন