ফেনীতে বাঁশখালীর শিক্ষানবীশ আইনজীবী নিহত

মোটরসাইকেলকে গাড়ির ধাক্কা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জর্জ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী মো. মহিউদ্দিন (৩০) ঢাকা থেকে মোটর সাইকেল যোগে চট্টগ্রাম আসার পথে ফেনীর মহিপাল এলাকায় দুঘর্টনায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় বিপরীতমুখী একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়। নিহত মহিউদ্দিন বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকার মৃত বদিউর রহমানের পুত্র।
জানা যায়, দুদিন আগে দুবাইগামী চাচাতো ভাই ও গতকাল আপন ভাই আবু সুফিয়ানকে ঢাকা এয়ারপোর্টে বিমানে তুলে দিয়ে নিজস্ব মোটর সাইকেলে বাঁশখালী ফেরার পথে সড়কেই প্রাণ হারান মো. মহিউদ্দীন। তার দুই ভাই দুই দেশে নিজেদের গন্তব্যে ফিরতে পারলেও হতভাগা মহিউদ্দীন নিজ বাড়িতে ফিরতে পারেনি। গতকাল রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ ফেনী মহিপাল থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে কাল (আজ) বাদে জুমা বৈঁলগাও এলাকায় লাশ দাফনের প্রস্তুতি নেয়া হবে বলে জানিয়েছেন মহিউদ্দীনের স্বজন চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সাকিব।
মৃত্যুর ৮ ঘণ্টা আগে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- ‘ভাইকে বিদায় দিতে এয়ারপোর্টে এলাম। লকডাউনে পরিবহন সমস্যার কারণে নিজের মোটরসাইকেল চালিয়ে ঢাকায় এলাম। সবাই দোয়া করবেন।’

পূর্ববর্তী নিবন্ধসেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বদলি
পরবর্তী নিবন্ধপ্রেমের ফাঁদে প্রতারণা দুই নারীসহ গ্রেপ্তার ৩