ফেনীতে ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হালিশহরে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হত্যা মামলার এক পলাতক আসামিকে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পেয়ার আহমেদ (৬০) ফেনী জেলার ছাগলনাইয়া থানার মটুয়া গ্রামের মেরাজুল হকের ছেলে।

র‌্যাব জানায়, দেশব্যাপী ছাত্রজনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে স্থানীয় ছাত্রজনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির পালন করছিল। ওই কর্মসূচিতে ফেনীর ছাগলনাইয়া আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজের অনার্স পড়ুয়া ভিকটিম মাহবুবুল হাসান মাসুম (২৫) অংশগ্রহণ করেন। আন্দোলন চলাকালীন ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্যের নির্দেশে অপরাপর আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফউলআলম জানান, মামলা হওয়ার পর থেকে পেয়ার আহমেদ গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল ১৪ নভেম্বর
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির থ্রিপল-ই বিভাগের প্রশিক্ষণ