ফেডারেশন কাপেও গ্যালারিতে থাকবে সীমিত দর্শক

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৮ পূর্বাহ্ণ

গত মাসে নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজের সময় দর্শক উম্মাদনা ছিল। কিন্তু বাফুফে সীমিত টিকিট বিক্রি করায় অনেকেই গ্যালারিতে ঢুকতে না পেরে ফিরে গেছেন। ঘরোয়া ফুটবলে দর্শকের সে জোয়ার থাকবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে ২২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপে দর্শকদের খেলা দেখা নিয়ে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করবে বাফুফে। বাফুফে সীমিত টিকিটই বিক্রি করবে। গতকাল ফেডারেশন কাপ নিয়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন অনুষ্ঠানে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, সরকার ও এএফসির গাইডলাইন অনুসারে স্বাস্থ্যবিধি মেনেই আমরা খেলা পরিচালনা করবো। টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সব কর্মকর্তার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। সরকার ও এএফসির নির্দেশনা অনুসারেই আমরা গ্যালারিতে সীমিত সংখ্যক দর্শকদের প্রবেশাধিকার দেব।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাবের খেলার কথা ফেডারেশন কাপে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩২.২২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধশেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফলাফল