ফেঞ্চুগঞ্জে পাহাড়িকার দুই বগি লাইনচ্যুত

আজাদী প্রতিবেদন

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৪:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে চট্টগ্রামসহ সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

তিনি বলেন, সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কুলাউড়া থেকে একটি ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে কালনী এঙপ্রেস ও জয়ন্তিকা এঙপ্রেস দুটি ট্রেন সিলেট আসার কথা থাকলেও সেগুলো আটকা পড়েছে। গতকাল রাত ১০টায় এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ নাজমুল ইসালাম আজাদীকে বলেন, এখানো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। একদুই ঘণ্টার মধ্যে উদ্ধার হয়ে যাবে। তারপর ট্রেন চলাচল শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘ছবি কেন তুলছিস, তোকে মেরে ফেলব’
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার