বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা জোড়া দিয়ে যে ‘বিকৃত’ ছবি ফেইসবুকে শেয়ার করা হয়েছিল, তা সরিয়ে নিয়েছে ঢাকায় পাকিস্তান হাইকমিশন। গতকাল রোববার হাইকমিশনের ফেইসবুক পাতা থেকে ওই ছবি সরিয়ে এখন কেবল পাকিস্তানের পতাকার ছবি প্রকাশ করা হয়েছে। সমপ্রতি বাংলাদেশের লাল-সবুজ পতাকার সাথে পাকিস্তানের চাঁদ-তারা খচিত সবুজ পতাকা জুড়ে একটি ছবি অফিসিয়াল ফেইসবুক পাতায় কভার ফটো হিসেবে আপলোড করে হাইকমিশন। ওই ছবিতে বাংলাদেশের পতাকাকে ‘অবমাননা ও বিকৃত’ করার অভিযোগ ওঠে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মধ্যে এ নিয়ে বিবৃতি দেয় ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামের একটি সংগঠন। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির পতাকা ‘বিকৃতিকে’ পাকিস্তান হাইকমিশনের ‘ধৃষ্ঠতা’ হিসাবে বর্ণনা করেন; সরকারকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। খবর বিডিনিউজের।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পাকিস্তান হাইকমিশনকে ফেইসবুক থেকে ওই ছবি সরিয়ে নিতে বলা হয়েছে। হাইকমিশন কেন ওই কাজ করেছে, সেই ব্যাখ্যায় মন্ত্রী বলেন, তারা প্রত্যেক দেশে করে থাকে, তাই করেছে। কোথাও থেকে তারা কোনো অবজেকশন পায় নাই। পাকিস্তান হাইকমিশন বলেছে, যে যে দেশে তাদের দূতাবাস আছে, তারা সে দেশের পতাকা ও তাদের পতাকা দিয়ে এমন করেছে… কয়েকটা নমুনা পাঠিয়েছে।












