ফেইল্ড ক্যামেরা স্টোরিজের ভলান্টিয়ার আড্ডা, কর্মশালা ও পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

শিল্পকলা একাডেমিতে ৭ম চট্টগ্রাম বই বিনিময় উৎসবের ভলান্টিয়ারদের নিয়ে ‘Let’s Hear The Volunteers’ নামে ভলান্টিয়ার আড্ডা, কর্মশালা ও পুরস্কার বিতরণ গত রোববার অনুষ্ঠিত হয়েছে। স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ এ অনুষ্ঠান গত ৯ জানুয়ারি জামালখানে সপ্তমবারের মতো আয়োজন করা হয় বই বিনিময় উৎসব, যেখানে সব বয়সী পাঠকের জন্যই বই বিনিময় করার সুযোগ ছিল। এতে এগারোটি ক্যাটাগরিতে প্রায় ২৫ হাজার বই বিনিময় করা হয়। বই বিনিময় উৎসবের উপর ভিত্তি করে সাংগঠনিক দক্ষতা, একজন সংগঠকের দায়িত্ব ও কর্তব্য, বইপ্রেমী তৈরি করতে এ উৎসবকে ছড়িয়ে দেওয়া এবং বই বিনিময় উৎসবের সম্ভাবনা শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদ খান সাগর। তিনি বলেন, সময়ের সাথে সাথে বই বিনিময় উৎসব চট্টগ্রামের মানুষের কাছে জীবনের এক উল্লেখযোগ্য অংশ হিসেবে গড়ে উঠেছে। এবারের বই বিনিময় উৎসবের আশাতীত সাড়া প্রমাণ করে আমরা বইপ্রেমীদের আস্থার জায়গায় পৌঁছে গেছি। সে জায়গা থেকে এখন আমাদের দায়িত্বকর্তব্য বেড়ে গেছে। বই বিনিময় উৎসবের কলেবর যত বাড়ছে আমাদের ততই নিজেদের দক্ষতা বাড়ানোর প্রয়োজন হয়ে পড়ছে। তাই প্রতিবার বই বিনিময় উৎসবের পর আমরা কর্মশালার আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারের কর্মশালার আয়োজন। সাগর জানান, এবারের কর্মশালার মূল কেন্দ্র আসন্ন ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী একত্রে বই বিনিময় উৎসব আয়োজনের জন্য দক্ষ ভলান্টিয়ার তৈরি। শেষে আয়োজন করা হয় ভলান্টিয়ার আড্ডার। আড্ডায় প্রধান অতিথি ছিলেন সামাজিক উদ্যোক্তা সিদ্দিকুর রহমান। তিনি আগামীর বাংলাদেশে এই ধরনের উদ্যোগকে বাঁচিয়ে রাখার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন কাজী রাকিব। অনুষ্ঠান পরিচালনা করেন অহনা বড়ুয়া। উপস্থিত ছিলেন সানজিদা রহমান, সাজেদ বিন হেলাল, আরমান হোসেন ও তূর্ণ পাল। আড্ডা শেষে ভলান্টিয়ারদের সনদপত্র, বই ও পুরস্কার বিতরণ করা হয়। ৬ষ্ঠ বই বিনিময় উৎসবে সর্বমোট ১২০ জন ভলান্টিয়ার কাজ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় মৃন্ময়ী আর্ট স্কুলের বার্ষিক চিত্র প্রদর্শনী শুরু
পরবর্তী নিবন্ধকাটা পাহাড় লেন থেকে ৬ ছিনতাইকারী আটক