ফেইল্ড ক্যামেরা স্টোরিজের ভলান্টিয়ার কর্মশালা

| বুধবার , ২৯ জানুয়ারি, ২০২৫ at ৯:২১ পূর্বাহ্ণ

ফেইল্ড ক্যামেরা স্টোরিজের ভলান্টিয়ার কর্মশালা গতকাল মঙ্গলবার জামালখানস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ‘৬ষ্ঠ চট্টগ্রাম বই বিনিময় উৎসব’ এর সকল ভলান্টিয়ারকে নিয়ে ভলান্টিয়ার আড্ডা, কর্মশালা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ। গত ১০ জানুয়ারি জামালখানে আয়োজন করা হয় বই বিনিময় উৎসবের যেখানে যেকোনো বয়সী যেকোনো পাঠকের জন্যই সুযোগ ছিলো বই বিনিময় করার। ফেইল্ড ক্যামেরা স্টোরিজ আয়োজিত এই বই বিনিময় উৎসবে এগারোটি ক্যাটেগরিতে প্রায় ২৩ হাজার বই বিনিময় করা হয় এ দিনটিতে। বই বিনিময় উৎসবের উপর ভিত্তি করে সাংগঠনিক দক্ষতা, একজন সংগঠকের দায়িত্ব ও কর্তব্য, বইপ্রেমী তৈরি করতে বই বিনিময় উৎসবকে ছড়িয়ে দেওয়া, এবং বই বিনিময় উৎসবের সম্ভাবনা শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের সার্চ কমিটির সদস্য ও ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদ খান সাগর। তারই ধারাবাহিকতায় এবারের কর্মশালার আয়োজন। সাগর জানান, এবারের কর্মশালার মূল কেন্দ্র আসন্ন ফেব্রুয়ারী থেকে দেশব্যাপী একত্রে বই বিনিময় উৎসব আয়োজনের জন্য দক্ষ ভলান্টিয়ার তৈরি। কর্মশালা শেষে আয়োজন করা হয় ভলান্টিয়ার আড্ডার। আড্ডায় প্রধান অতিথি ডা. মুকিত ওসমান চৌধুরী। তিনি তার বক্তব্যে চট্টগ্রামের তরুণদের এমন এক মহতি উদ্যোগে সম্পৃক্ত থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সাথে আগামীর বাংলাদেশে জুলাইকে বাঁচিয়ে রাখার আহবান জানান। উৎসবের সহসমন্বয়ক ঋত্বিক বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন আবু নাসের আলিফ। উপস্থিত ছিলেন সাদমান ফাহিম, কাজী সদরুল্লাহ, আকিবুল ইসলাম জিশাদ, অহনা বড়ুয়া প্রমুখ। আড্ডা শেষে ভলান্টিয়ারদের সনদপত্র, বই ও পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেলের কর্মবিরতি প্রত্যাহার, রাত থেকেই ট্রেন চলাচল শুরু
পরবর্তী নিবন্ধরোটারী ক্লাব চিটাগং ইস্টের মানবিক প্রজেক্ট