ফেইল্ড ক্যামেরা স্টোরিজের ভলান্টিয়ারশিপ সেশন

| শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

চলো গল্প বলি’ শিরোনামে ভলান্টিয়ারদের নিয়ে গ্রুমিং সেশন সম্পন্ন করেছে স্টোরিটেলিং প্লাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ। ‘জামালখানে বই বিনিময় উৎসব’ এ একমাসের শিক্ষানবিশ সময় শেষ করা ৫০ জন বাছাইকৃত ভলান্টিয়ারদের নিয়ে এই সেশন অনুষ্ঠিত হয় জামালখানস্থ ফেইল্ড ক্যামেরা স্টোরিজের কার্যালয়ে। ভলান্টিয়ারদের কীভাবে সমস্যা নির্ধারণ করে সমাধান করতে হবে, সাংগঠনিক আচারআচরণ কীরূপ হওয়া উচিত, স্টোরিটেলিং কী, কীভাবে একজন আদর্শ স্টোরিটেলার হওয়া যায়, স্টোরিটেলিংয়ের অবকাঠামোগত সমস্যা কী, সীমাবদ্ধতা কী এসব বিষয় উঠে আসে বই বিনিময় উৎসবের আয়োজকভলান্টিয়ারদের বিভিন্ন মতামত প্রদানের মাধ্যমে। ‘বই বিনিময় উৎসব’র প্রাপ্তিঅপ্রাপ্তি এবং তার আলোকে ভলান্টিয়ারদের নানা কার্যক্রম নিয়ে আলোচনা করেন ফেইল্ড ক্যামেরা স্টোরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর আয়মান আওসাফ। এ সময় তিনি দীর্ঘদিন ধরে ফেইল্ড ক্যামেরা স্টোরিজের বড় পদক্ষেপসমূহ বাস্তবায়ন করায় ধন্যবাদ জানান ভলান্টিয়ারদের। এই সেশনের কীনোট স্পিকার ছিলেন ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদ খান সাগর। সেশনে বক্তব্য রাখেন ফেইল্ড ক্যামেরা স্টোরিজের কার্যনির্বাহী সদস্য হাসিব আহমেদ, সাদমান ফাহিম প্রমুখ। সেশন শেষে বই বিনিময় উৎসব ২০২৩ এর সেরা ভলান্টিয়ারের পুরস্কার এবং বাকি ভলান্টিয়ারদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সেরা ভলান্টিয়াররা হলেন শাহেনা আক্তার, সাবাবা তামান্না, শ্রাবন্তী সরকার, মির্জা আরফান উদ্দিন ও অনুদীপ্তা ভট্টাচার্য্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্যালি রয়স্টারের যোগদান
পরবর্তী নিবন্ধ‘মুজিব মৌলিক’ গদ্যগ্রন্থের প্রকাশনা উৎসব আজ