থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে শুরু হল ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিক এর ২৭ বছর উদযাপন আয়োজন। সৃষ্টির আনন্দে শিল্পিত ২৭’ শিরোনামে আয়োজনে গতকাল ১৭ জুলাই মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় নাট্যকলা বিভাগের নাটক স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গডো এর অনুবাদ নাটক প্রতীক্ষা অন্তহীন…। আজ ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে কত্থক নৃত্যশিল্পী ও শিক্ষক তিলোত্তমা সেনগুপ্তার একক কত্থক নৃত্য সন্ধ্যা। উল্লেখ্য, তিলোত্তমা সেনগুপ্তা ভারতের দিল্লীর ন্যাশনাল স্কুল অব কত্থক ডান্স, কত্থক কেন্দ্রের প্রাক্তন শিক্ষার্থী। ফেইমের আয়োজন চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত।
আগামীকাল ১৯ জুলাই সন্ধ্যা ৭টায় থাকছে ওয়াজদী মৌয়াদ রচিত বার্ডস অফ আ কাইন্ড নাটকের অনুবাদ নাটক খোঁজ। ২০ জুলাই সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ফেইম শিশুনাট্য বিভাগের পরিবেশনায় উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর গল্প অবলম্বনে নাটক বেচারাম কেনারাম। ২১ জুলাই সোমবার শেষদিন মূলমঞ্চে দুটি একক নাটক স্তনন বিকেল সাড়ে ৫ টায় এবং নেমেসিস সন্ধ্যা সাড়ে ৭ টায় মঞ্চস্থ হবে। এছাড়াও এদিন সাড়ে ৬টায় মুক্তাঙ্গনে থাকবে ফেইম নাট্যকলা বিভাগের শিক্ষার্থী প্রচেষ্টা নাটক ডুমুরখেকো মানুষ। আয়োজনে আরেকটি সংযোজন ফেইম স্কুল অফ ডান্স, ড্রামা এন্ড মিউজিকের ৭ম সমাবর্তন। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী সমাবর্তনে সনদ গ্রহণ করবেন। ফেইম পরিচালক অসীম দাশ ও তিলোত্তমা সেনগুপ্তার উদ্যোগে সবাইকে সাথে থাকার আমন্ত্রণ জানিয়েছেন।