ফেইম এর ২৫ বছর পূর্তি উৎসব কাল থেকে

| সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

প্রাতিষ্ঠানিক সংস্কৃতি চর্চার ২৫ বছরে পূর্তি করছে চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিক। এ উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ১০১৪ অক্টোবর আয়োজিত হতে যাচ্ছে পাঁচদিন ব্যাপী উৎসব। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রারম্ভ আয়োজনের মাধ্যমে শুরু হবে উৎসব। উৎসব উদ্বোধন করবেন ফেইমের প্রথম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, পশ্চিম বঙ্গের বিশিষ্ট নাট্যজন ও সমালোচক অনীত রায়, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো লাক্রাম্প, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের সহকারী পরিচালক গুরুপদ চক্রবর্তী, চট্টগ্রাম ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন এবং চট্টগ্রাম ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী শ্রী উদত ঝা। প্রথম দিন ১০ অক্টোবর মূল মিলনায়তনে থাকবে ফেইম শিশুনাট্য বিভাগের দুটি নাটক অন্যমনস্ক চোর ও সুখী রাজকুমার। মুক্তমঞ্চে থাকবে শেডো থিয়েটার ও পাপেট থিয়েটার। ১১ অক্টোবর বুধবার মুক্তমঞ্চে থাকবে গফুর হালির গান ও মূল মিলনায়তনে নাটক ‘প্রতীক্ষা অন্তহীন…’ ১২ অক্টোবর মিলনায়তনে ফেইম নাট্যকলা বিভাগের নতুন নাটক ‘খোঁজ’ এবং মুক্তমঞ্চে বুনোফুল থিয়েটারের নাটক ‘গর্ত’। ১৩ অক্টোবর শুক্রবার মুক্তমঞ্চে থাকবে প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী অশোক সেনগুপ্তের গান এবং মিলনায়তনে নাটক ‘খোঁজ’। শেষ দিন ১৪ অক্টোবর ফেইম নৃত্যকলা বিভাগ এর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর এর বিখ্যাত নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র প্রথম মঞ্চায়ন হবে মূল মিলনায়তনে। এদিন মুক্তমঞ্চে সঙ্গীত পরিবেশন করবে ‘সরলা’। এছাড়াও মুক্ত প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠানের পাশাপাশি থাকবে সম্মাননা, কথামালাসহ নানান আয়োজন। ফেইম পরিচালক অসীম দাশ ও তিলোত্তমা সেনগুপ্তা আয়োজনে সবাইকে সাথে থাকার আমন্ত্রণ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম সিকিম
পরবর্তী নিবন্ধচোখের সামনে নটী হয়ে উঠলেন : বাঁধন প্রসঙ্গে বন্যা মির্জা