ফেইমের বাল্মীকি প্রতিভার মঞ্চায়ন কাল ও শুক্রবার

| বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

ফেইমের প্রযোজনা ‘বাল্মীকি প্রতিভা’র ৫ম ও ৬ষ্ঠ মঞ্চায়ন আগামীকাল বৃহস্পতিবার ও ১২ ডিসেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। দুদিনই মঞ্চায়ন শুরু হবে সন্ধ্যা ৭.১০ এ। তিলোত্তমা সেনগুপ্তার পরিকল্পনা ও নির্দেশনায় ফেইমের এ প্রযোজনায় অংশ নিচ্ছেন নৃত্যকলা বিভাগ, নাট্যকলা বিভাগ ও শিশুনাট্য বিভাগের শিক্ষার্থীবৃন্দ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর এ সৃষ্টিতে অভিনয় করছেনতিলোত্তমা সেনগুপ্তা, সাজেদা আক্তার সাজু, ভার্ণিকা অন্বেষা দাশ, অনির্ভা সেন শর্ম্মা, দীপান্বিতা দাশ, রিংকু দাশ অনু, সুস্মিতা সরকার কথা, অপরাজিতা চৌধুরী, অমিতা বড়ুয়া, অরুণা দত্ত, হৃদয় দেব, ইনান ইলহাম, সাবিহা বিনতে জসিম, দীপ্ত চক্রবর্তী, কমল বড়ুয়া, আরিয়ানা হক রোদেলা, শারদ প্রত্যুষ বল, আদিত্য নন্দী ও প্রেক্ষা দাশ। প্রযোজনাটি উৎসর্গ করা হয়েছে ফেইমের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রুমেল বড়ুয়ার স্মৃতির উদ্দেশ্যে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিরোনামহীনের দুই গানের অনুবাদের গল্প
পরবর্তী নিবন্ধআফগান সীমান্তের কাছে জঙ্গি হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত