ফেইমের নতুন নাটক ‘দগ্ধা’

| বৃহস্পতিবার , ৪ জুলাই, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও ফরাসি দূতাবাসের সহযোগিতা ও আয়োজনে আগামীকাল ৫ জুলাই ও ৬ জুলাই থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘দগ্ধা’ নাটকের ১ম ও ২য় মঞ্চায়ন করবে ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ। লেবানিজ বংশদ্ভূত নাট্যকার ওয়াজদী মাওয়াদের ‘ইনসেন্ডিস’ নাটকের অনুবাদ এই প্রযোজনা। এর অনুবাদ করেছেন অসীম দাশ ও অন্বেষা দাশ। চিরকালীন এক অদ্ভূত সময়ের গল্প এ নাটকের। আছে অযাচিত ও অকল্পনীয় পরিশেষ।

নাটক শুরু হবে সন্ধ্যা ৬.৩০টায়। ফেইম পরিচালক অসীম দাশের পরিকল্পনা ও নির্দেশনায় ফেইমের ২৯তম প্রযোজনাটিতে অভিনয় করছেন যীশু দাশ, মুবিদুর সুজাত, কমল বড়ুয়া, দীপ্ত চক্রবর্তী, সাবিহা বিনতে জসিম, পূজা বিশ্বাস, অমিতা বড়ুয়া, নওয়াজেশ আশরাফ ঈশাদ, অরুণা দত্ত, সাগীরুল আলম, জ্যোতির্ময় বড়ুয়া, মোহাম্মদ রাসেল।

আবহ ও নেপথ্যে আছেন অন্বেষা দাশ, ফরহাদ হোসেন পাপ্পু ও আবদুল মালেক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেল ব্রাজিল
পরবর্তী নিবন্ধচাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? প্রশ্ন জয়ার